তিন দশক পর মঞ্চে আফজাল হোসেন

তিন দশক পর মঞ্চে আফজাল হোসেন

প্রথিতযশা অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন দীর্ঘ ৩০ বছর পর মঞ্চে অভিনয়ে ফিরছেন। ঢাকা থিয়েটার ও দেশ নাটক যৌথভাবে মঞ্চে নিয়ে আসছে নাট্যকার মাসুম রেজার লেখা নাটক ‘পেন্ডুলাম’। নাটকটির নির্দেশনা দিচ্ছেন নাসির উদ্দীন ইউসুফ।

সর্বশেষ আফজাল ঢাকা থিয়েটারের নাসির উদ্দীন ইউসুফ নির্দেশিত ‘কেরামত মঙ্গল’ নাটকে অভিনয় করেছিলেন। এরপর টেলিভিশন নাটক ও বিজ্ঞাপনে ব্যস্ত থাকার কারণে আর মঞ্চে ফেরেন নি। দর্শক-ভক্তদের ভালোবাসা ও অনুরোধে আবারও প্রায় ৩০ বছর পর মঞ্চে ফিরছেন তিনি।

এর আগে দুই যুগ পর ‘পেন্ডুলাম’ নাটকটি দিয়ে মঞ্চে ফেরার কথা ছিল আফজাল হোসেনের। সেই সময় তিনি মহড়া শুরু করেছিলেন এবং যৌথভাবে নাটকটি প্রযোজনা করার পরিকল্পনা ছিল ঢাকা থিয়েটার ও দেশ নাটকের। তখন আফজাল হোসেন গণমাধ্যমকে বলেছিলেন, “শুধু ফেরার জন্য ফেরা নয়। প্রায় দুই যুগ পর মঞ্চে ফিরছি। নাসির উদ্দীন ইউসুফ নাটকটির নির্দেশনা দিচ্ছেন। ঢাকা থিয়েটার ও দেশ নাটক যৌথভাবে এটি প্রযোজনা করতে যাচ্ছে।”

নাট্যকার মাসুম রেজা বলেছিলেন, “এক বছর আগে অনলাইনে নাটকটির মহড়া শুরু করেছিলাম। এবার সরাসরি মহড়া শুরু হয়েছে। নাটকটি ভালোভাবে মঞ্চায়ন করাই আমাদের উদ্দেশ্য। পরপর চারটি শো করার পরিকল্পনা আছে।”

তবে মঞ্চায়নের কয়েক দিন আগে অসুস্থ হয়ে পড়েন আফজাল হোসেন। ফলে তখন মঞ্চে ফেরা হয় নি। এবার আবারও ‘পেন্ডুলাম’ নিয়েই তিনি ফিরছেন। ঢাকা থিয়েটারের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১৪ আগস্ট চীন থেকে দেশে ফিরেই নাটকের মহড়া শুরু করবেন আফজাল হোসেন।

নির্দেশক নাসির উদ্দীন ইউসুফ বলেন, “নাট্যকার মাসুম রেজা ও আফজাল হোসেন আমার কাছে এসে নাটকটির কথা বলেন। আফজালও কাজ করার আগ্রহ দেখায়। কিন্তু হঠাৎ করেই সে অসুস্থ হওয়ায় শো করা সম্ভব হয় নি। এবার আশা করছি এই নাটকটি একটি মাইলস্টোন হবে।”

‘পেন্ডুলাম’-এর গল্প আবর্তিত হয়েছে এক বয়স্ক ব্যক্তি রতনকে ঘিরে, যিনি কাছের মানুষরা বিদেশে চলে গেলে নিঃসঙ্গ হয়ে পড়েন। আফজাল হোসেন এই চরিত্রে অভিনয় করবেন।

উল্লেখ্য, সবকিছু ঠিক থাকলে আগাম অক্টোবর মাসে মঞ্চে দেখা যাবে আফজাল হোসেনকে।

Leave a Reply

Your identity will not be published.