এবার গোল্ডেন গ্লোব পুরস্কার পেলেন যারা

এবার গোল্ডেন গ্লোব পুরস্কার পেলেন যারা

বিশ্বের অন্যতম সম্মানজনক গোল্ডেন গ্লোব পুরস্কারের বিজয়ীদের তালিকা ঘোষণা করা হয়েছে। দেশী ও বিদেশী চলচ্চিত্র-টেলিভিশনে সেরা অবদানের জন্য এই পুরস্কার দেয়া হয়ে থাকে। সম্প্রতি লস অ্যাঞ্জেলসের বেভারলি হিলটনে গত বছরের হলিউডসহ বিশ্বের বিভিন্ন দেশের সেরা চলচ্চিত্র ও টেলিভিশন অনুষ্ঠানকে পুরস্কৃত করা হয়। আমেরিকান কমেডিয়ান জেরড কারমাইকেল জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন।

সবচেয়ে বেশি পুরস্কার বিজয়ী

গোল্ডেন গ্লোব পুরস্কার দেওয়া হয়েছে ২৭টি বিভাগে। ক্যালিফোর্নিয়াভিত্তিক সংগঠন হলিউড ফরেন প্রেস অ্যাসোসিয়েশনের সদস্যদের ভোটের মাধ্যমে বিজয়ীদের নির্বাচন করা হয়েছে। চলচ্চিত্র ও টেলিভিশন ক্যাটাগরিতে এই পুরস্কার দেওয়া হয়েছে। এরমধ্যে  ডার্ক কমেডি ধাঁচের সিনেমা ‘দ্য বানশিজ অব ইনিশেরিন’ সর্বোচ্চ তিনটি পুরস্কার জিতেছে। এ ছাড়া ‘অ্যাবট এলিমেন্টারি’ সর্বোচ্চ তিনটি পুরস্কার জিতেছে।

একনজরে সব পুরস্কার

চলচ্চিত্র

বেস্ট মোশন পিকচার মিউজিক্যাল ও কমেডি (দ্য বানশিজ অব ইনিশেরিন)

বেস্ট মোশন পিকচার ড্রামা (দ্য ফেবলম্যানস)

বেস্ট মোশন পিকচার ফরেন ল্যাঙ্গুয়েজ (আর্জেন্টিনা, ১৯৮৫)

বেস্ট অ্যাক্টর ইন মোশন পিকচার মিউজিক্যাল ও কমেডি (কলিন ফারেল, ‘দ্য বানশিজ অব ইনিশেরিন’)

বেস্ট অ্যাক্টর ইন মোশন পিকচার ড্রামা (অস্টিন বাটলার, ‘এলভিস’)

বেস্ট অ্যাকট্রেস ইন মোশন পিকচার ড্রামা (কেট ব্লাঞ্চেট, ‘টার’)

বেস্ট অ্যাকট্রেস ইন মোশন পিকচার মিউজিক্যাল অর কমেডি (মিচেল ইয়ো, ‘এভরিথিং এভরিহোয়ার অল অ্যাট ওয়ান্স’)

বেস্ট ডিরেক্টর মোশন পিকচার (স্টিভেন স্পিলবার্গ, ‘দ্য ফেবলম্যানস’)

বেস্ট অ্যাক্টর ইন আ সাপোর্টিং রোল ইন অ্যানি মোশন পিকচার (কি হি কুয়ান, ‘এভরিথিং এভরিহোয়ার অল অ্যাট ওয়ান্স’)

বেস্ট অ্যাকট্রেস ইন আ সাপোর্টিং রোল ইন অ্যানি মোশন পিকচার (অ্যাঞ্জেলা বাসেট, ‘ব্ল্যাক প্যান্থার: ওয়াকান্ডা ফরএভার’)

বেস্ট অরিজিন্যাল সং মোশন পিকচার (নাট্টু নাট্টু, ‘আরআরআর’)

 

টেলিভিশন

বেস্ট টেলিভিশন সিরিজ ড্রামা (হাউস অব দ্য ড্রাগন)

বেস্ট টেলিভিশন সিরিজ মিউজিক্যাল অব কমেডি (অ্যাবট এলিমেন্টারি)

বেস্ট পারফরম্যান্স বাই অ্যান অ্যাকট্রেস ইন আর টেলিভিশন সিরিজ ড্রামা (জেনডায়া, ‘ইউফোরিয়া’)

বেস্ট পারফরম্যান্স বাই অ্যান অ্যাক্টর ইন আর টেলিভিশন সিরিজ-ড্রামা (কেভিন কস্টনার, ‘ইয়েলোস্টোন’)

বেস্ট পারফরম্যান্স বাই অ্যান অ্যাক্টর ইন আর টেলিভিশন সিরিজ মিউজিক্যাল অব কমেডি (জেরেমি অ্যালেন হোয়াইট, ‘দ্য বিয়ার’)

বেস্ট পারফরম্যান্স বাই অ্যান অ্যাকট্রেস ইন আর টেলিভিশন সিরিজ মিউজিক্যাল অর কমেডি (কুইন্টা ব্রানসন, ‘অ্যাবট এলিমেন্টারি’)

বেস্ট টেলিভিশন লিমিটেড সিরিজ, অ্যান্থলজি সিরিজ অর মোশন পিকচার মেড ফর টেলিভিশন (‘দ্য হোয়াইট লোটাস’)

আলোচিত যত সিনেমা

গোল্ডেন গ্লোব পুরস্কারের ইতিহাসে এবারই প্রথম ভারতীয় সিনেমার কোন গান পুরস্কার জিতেছে। বেস্ট অরিজিনাল সং ক্যাটাগরিতে এস এস রাজামৌলির ‘আরআরআর’ সিনেমার ‘নাট্টু নাট্টু’ গানটি পুরস্কার জিতে নিয়েছে। ‘নাট্টু নাট্টু’র সংগীত পরিচালক এম এম কিরাবানি আর গানটি গেয়েছিলেন রাহুল সিপলিগুঞ্জ ও কলা ভৈরব। ‘আরআরআর’ সিনেমায় নাট্টু নাট্টু গানটির সাথে পারফর্ম করেছেন এনটিআর জুনিয়র ও রামচরণ। প্রথম তেলেগু হিসেবে এটিই প্রথম কোনো সিনেমা যার গান এই সম্মানজনক পুরস্কার জিতেছে। এটি ছাড়াও বাংলাদেশের কোন সিনেমা এই প্রথম গোল্ডেন গ্লোব পুরস্কারে মনোনয়ন পায়। তা হলো গত বছর মুক্তি পাওয়া ‘হাওয়া’। এই আয়োজনে সংক্ষিপ্ত তালিকায় ছিল ছবিটি।

Leave a Reply

Your identity will not be published.