বাংলা কথাসাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্র ইমদাদুল হক মিলন। আজ তিনি ৭১-এ পা দিলেন।
তাঁর জন্ম ১৯৫৫ সালের ৮ সেপ্টেম্বর, বিক্রমপুরের মেদিনীমণ্ডল গ্রামে, নানাবাড়িতে। বাবা গিয়াসুদ্দিন খান। মা আনোয়ারা বেগম।
ইমদাদুল হক মিলনের লেখা প্রথম গল্প ‘বন্ধু’। এটি ‘পূর্বদেশ’ পত্রিকার ছোটদের পাতা ‘চাঁদের হাট’-এ ১৯৭৩ সালে ছাপা হয়েছিল। প্রথম বড়দের গল্প ‘শঙ্খিনী’। আর প্রথম প্রকাশিত গ্রন্থÑগল্প সংকলন ‘ভালোবাসার গল্প’। তাঁর প্রথম উপন্যাস ‘যাবজ্জীবন’। বিক্রমপুরের পটভূমিতে লেখা জীবনঘনিষ্ঠ এই রচনার জন্য তিনি সাহিত্য সমালোচকদের প্রশংসা লাভ করেন। তবে পাঠকদের দৃষ্টি আকর্ষণ করতে শুরু করেন ১৯৭৭ সালে, সাপ্তাহিক বিচিত্রায় ‘সজনী’ নামে একটি গল্প লিখে।
উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছেÑউপন্যাস : অধিবাস, পরাধীনতা, কালাকাল, বাঁকাজল, পরবাস, কালোঘোড়া, বনমানুষ, ভূমিপুত্র, নদী উপাখ্যান, পর। তবে তাঁর সবচেয়ে উল্লেখযোগ্য সাহিত্যকর্ম হচ্ছে ‘নূরজাহান’। বিক্রমপুরের পটভূমিতে রচিত তিন খণ্ডের এই উপন্যাসে তিনি কুসংস্কার, সমাজে নারীদের অবস্থান, ধর্ম ব্যবসায়ীদের দৌরাত্ম্যসহ এই দেশ ও সমাজের নানা দিক তুলে ধরেছেন। আত্মজৈবনিক উপন্যাস ‘এমন জনম’-ও সবিশেষ উল্লেখযোগ্য। গল্পকার হিসেবে ইমদাদুল হক মিলন সাধারণ পাঠকদের কাছে এখনো অনাবিষ্কৃত। তাঁর ‘জোয়ারের দিন’, ‘গাহে অচিন পাখি’, ‘মমিন সাধুর তুকতাক’ ইত্যাদি গল্পে শুধু জীবনের গভীরতাই প্রকাশিত হয় নি, মানুষের বিচিত্র মনস্তত্ত্বও মূর্ত হয়ে উঠেছে। ‘ভূতের নাম রমাকান্ত কামার’, ‘সাত কিশোরের অভিযান’সহ তিনি ছোটদের জন্যও কয়েকটি চমৎকার বই লিখেছেন। একজন নাট্যকার হিসেবেও ইমদাদুল হক মিলন সুপরিচিত। তাঁর লেখা ‘যত দূরে যাই’, ‘কোন কাননের ফুল’, ‘রূপনগর’, ‘বারো রকম মানুষ’-এর মতো মৌলিক নাটক যেমন জনপ্রিয়তা পেয়েছে তেমনি শহীদুল্লাহ কায়সারের বিখ্যাত উপন্যাস ‘সংশপ্তক’-এর নাট্যরূপ দিয়েও হয়েছেন প্রশংসিত।
ইমদাদুল হক মিলন একজন জনপ্রিয় উপস্থাপকও। তাঁর উপস্থাপনায় ‘কী কথা তাহার সাথে’, ‘প্রিয়মুখ’ টকশোগুলো একদা ছোটপর্দায় জনপ্রিয় হয়েছিল।
বাংলা সাহিত্যে তাৎপর্যপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ইমদাদুল হক মিলন পেয়েছেন বহু পুরস্কার ও সম্মাননা। পেয়েছেন রাষ্ট্রীয় সম্মাননা একুশে পদক (২০১৯)। এছাড়া ২০২৩ সালে কথাসাহিত্যে সামগ্রিক অবদানের জন্য অর্জন করেছেন ‘এক্সিম ব্যাংক- অন্যদিন হুমায়ূন আহমেদ সাহিত্য পুরস্কার’।
ইমদাদুল হক মিলন, প্রিয় কথাসাহিত্যিক, আপনি অন্যদিন-অন্যপ্রকাশ পরিবারের একজন। আমাদের আপনজন।
শুভ জন্মদিন।
আপনার সৃজনশীলতা আরও বেগবান হোক; আরও জীবনঘনিষ্ঠ গল্প-উপন্যাস সৃষ্টি করুন আপনি, জন্মদিনে এই আমাদের শুভ কামনা।
Leave a Reply
Your identity will not be published.