ঘোমটা : সমাজের মুখোশধারীদের উপাখ্যান

ঘোমটা : সমাজের মুখোশধারীদের উপাখ্যান

সম্প্রতি পূর্বাচলের বিভিন্ন লোকেশানে শেষ হলো এক ঘণ্টার নাটক ‘ঘোমটা’র শুটিং। স্ত্রীর মাথায় ঘোমটা দেওয়া না-দেওয়ার মনস্তাত্ত্বিক বিষয় নিয়ে নাটকের গল্প। দেখা যায় রঞ্জু নামের এক ব্যক্তির প্রথম স্ত্রী সোনিয়া কখনোই মাথায় ঘোমটা দেয় না। এই জন্য সোনিয়ার সাথে সংসার টেকে না তার। মাথায় ঘোমটা দেয় দেখেশুনে এমন মেয়ের সাথে দ্বিতীয় বিয়ে হয় রঞ্জুর। ক’দিন না যেতেই সে লক্ষ করে, দ্বিতীয় স্ত্রী রিনির মাথা থেকে ঘোমটা পড়েই না। সে উঠতে, বসতে, খেতে, পরতে, ঘুমাতে সব সময় মাথায় ঘোমটা পরে থাকে। সারাক্ষণ মাথার মধ্যে ঘোমটা ঘোমটা ব্যাপারটা অস্বস্তিতে ফেলে রঞ্জুকে। সংসার টেকে না রিনির সাথেও।

স্ত্রীদের ঘোমটা পরা না-পরা দ্বন্দ্বের মধ্যে রঞ্জু হঠাৎ একদিন আবিষ্কার করে, তার নিজের মধ্যেও একটা ঘোমটা আছে। সেই ঘোমটার আড়ালে সে ঠগ, জুয়ারি, লোভী, বহুগামী। বুঝতে পারে স্ত্রীদের ঘোমটা পরা না-পরা নয়, নিজের ভেতরে লুকানো ঘোমটাটাই তাকে স্বস্তিতে থাকতে দেয় না।

এই নাটকে অভিনয় প্রসঙ্গে অভিনেত্রী জেরিন কাশফী রুমা বলেছেন, “আমি মূলত মঞ্চে অভিনয় করি। গত ত্রিশ বছর ধরে অসংখ্য মঞ্চনাটকে গুরুত্বপূর্ণ সব চরিত্রে অভিনয় করে আসছি। খুব ভালো গল্প পেলে মাঝেমধ্যে টেলিভিশন নাটকে অভিনয় করি। ‘ঘোমটা’ নাটকের গল্পটা ভীষণ ভালো। এই নাটকের প্রতিটি চরিত্রের মাঝে দর্শক তার ভেতরের লুকানো মানুষটাকে দেখতে পাবেন। নাটকে আমার চরিত্রে মনস্তাত্ত্বিক ব্যাপার-স্যাপার রয়েছে। বলা যায়, অভিনয়ে নিজেকে ভাঙা-গড়ার প্রচুর সুযোগ ছিল। এমন একটি চরিত্র করার প্রস্তাব আমি আনন্দের সহিত লুফে নিই।”

‘ঘোমটা’-র প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ এবং জেরিন কাশফী রুমা। কথাসাহিত্যিক মাসুম মাহমুদ রচিত নাটকটি শিগগিরই একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচার হবে বলে পরিচালক অঞ্জন আইচ জানিয়েছেন।

Leave a Reply

Your identity will not be published.