'এনএইচ ১০', ‘পারি’, ‘বুলবুল’ ও ‘পাতাললোক’- সিনেমাগুলোর প্রযোজনা প্রতিষ্ঠানের নাম ক্লিন স্লেট ফিল্মস। এর কর্ণধার আনুশকা শর্মা ও তার সহোদর কর্নেশ শর্মা। নতুন খবর হচ্ছে, প্রযোজনা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন আনুশকা।
২০১৩ সালে যাত্রা শুরু হয় ক্লিন স্লেট ফিল্মস-এর। নিয়মিত প্রযোজনা করছিল প্রতিষ্ঠানটি। প্রশংসাও পাচ্ছিলো। কিন্তু আচমকাই সংস্থা থেকে আনুশকার সরে দাঁড়ানোর ঘোষণা দেয়ায় তৈরি হয়েছে গুঞ্জন। ইনস্টাগ্রামে পোস্ট করে এই নায়িকা জানিয়ে দিয়েছেন যে, এখন থেকে ওই সংস্থার দায়িত্বে থাকবেন তার ভাই কর্নেশ শর্মা।
আনুশকা লিখেছেন, 'ক্লিন স্লেট ফিল্মস-এর সঙ্গে যখন পথচলা শুরু করেছিলাম, তখন ছবি প্রযোজনার ব্যাপারে আমাদের ততটা ধারণা ছিল না। তবে আমাদের স্বপ্ন ছিল নতুন কিছু করার। সেই ইচ্ছে নিয়েই অনেকটা পথ আমরা একসঙ্গে এসেছি। সাফল্যও পেয়েছি। এর জন্য ক্রেডিট দিতে চাই ভাই কর্নেশকে। ওর জন্য নতুন দিশা দেখেছে এই সংস্থা।'
প্রযোজনা থেকে সরে দাঁড়ানোর ব্যাপারে ব্যাখ্যা হিসেবে লিখেছেন, 'এখন এক সন্তানের মা আমি। যার আসল পেশা অভিনয়। এটিই আমার প্রথম প্রেম। এই সময়ে দাঁড়িয়ে অভিনয়েই মন দিতে চাই। সেই কারণেই এই প্রযোজনা সংস্থা থেকে সরে এলাম। এখন থেকে এর দায়িত্ব সামলাবে আমার ভাই কর্নেশ। সংস্থার সঙ্গে অফিসিয়ালি যুক্ত না থাকলেও, ভাইয়ের পাশে আছি। সব সময় সংস্থার সাফল্যের কামনা করব। আমার শুভেচ্ছা সব সময়ই থাকবে এই প্রযোজনা সংস্থার সঙ্গে।'
Leave a Reply
Your identity will not be published.