৩৩ বছরের অভিনয় ক্যারিয়ারে অবশেষে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন বলিউড বাদশা খ্যাত অভিনেতা শাহরুখ খান। ভারতের ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে যুগ্মভাবে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন তিনি। গত ১ আগস্ট, শুক্রবার, ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় নয়াদিল্লিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করে।
ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদন থেকে জানা যায়, ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘জওয়ান’ সিনেমায় অভিনয়ের জন্য শাহরুখ ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। তবে শাহরুখ সেরা অভিনেতার পুরস্কারটি একা পান নি। তাঁর সঙ্গে সেরা অভিনেতার পুরস্কার শেয়ার করে নিয়েছেন বিক্রান্ত ম্যাসিও। বিক্রান্ত ‘টুয়েলভথ ফেল’-এর জন্য সেরা অভিনেতা নির্বাচিত হয়েছেন।
এখন প্রশ্ন, ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে কত রুপি পেলেন শাহরুখ খান ? এবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য দুই লাখ রুপি সম্মাননা রাখা হয়েছে। যেহেতু শাহরুখ সেরা অভিনেতার পুরস্কার যুগ্মভাবে অর্জন করেছেন। তাই দুই লাখ রুপি থেকে তিনি পাবেন এক লাখ রুপি। অন্যদিকে বিক্রান্ত ম্যাসি পাবেন এক লাখ রুপি, যা বাংলাদেশি টাকায় প্রায় এক লাখ চল্লিশ হাজার টাকা।
উল্লেখ্য, শাহরুখের অভিষেক চলচ্চিত্র ছিল ‘দিওয়ানা’। রাজ কুমার পরিচালিত এ ছবিটি মুক্তি পায় ১৯৯২ সালের ২৫ জুন। ছবিতে শাহরুখের বিপরীতে অভিনয় করেছেন প্রয়াত অভিনেত্রী দিব্যা ভারতী। বলা যায়, ৩৩ বছরের অভিনয় ক্যারিয়ার শাহরুখের। এই সময়ে বহু উল্লেখযোগ্য চলচ্চিত্র তিনি উপহার দিয়েছেন। যেমন, ডর (১৯৯৩), বাজীগর (১৯৯৩), দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে (১৯৯৫), দিল তো পাগল হ্যায় (১৯৯৭), কুছ কুছ হোতা হ্যায় (১৯৯৮) মোহব্বতে (২০০০), কভি খুশি কভি গম (২০০১), দেবদাস (২০০২), স্বদেশ (২০০৪), চাক দে ইন্ডিয়া (২০০৭), মাই নেম ইজ খান (২০১০)।
তিনি চলচ্চিত্র প্রযোজকও। ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের দল কলকাতা নাইট রাইডার্স ও ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগের দল ডিনবাগো নাইট রাইডার্সের সহ-কর্ণধার। ২০০৮ সালে নিউজউইক তাকে বিশ্বের ৫০ ক্ষমতাধর ব্যক্তির তালিকায় স্থান দেয়।
Leave a Reply
Your identity will not be published.